Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপ সহকারী কৃষি কর্মকর্তা

 গোলাম মোহাম্মদ 

জাতীয় পরিচয় পত্র নম্বর-৮৮২৯৪০৪৭৬১৩১৬

মোবাইল নং- ০১৭১৭৪৩২৯২৬

জন্ম তারিখঃ ১৭/০৫/১৯৬৫ইং

স্থায়ী ঠিকানাঃ গ্রাম+ডাকঘর+উপজেলা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ।

 

পদবী - উপসহকারী কৃষি কর্মকর্তা

চাকুরীতে যোগদান- ১১/০১/১৯৮৯ইং

বর্তমান কর্মস্থল- উপজেলা কৃষি অফিস, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

পূর্বতন কর্মস্থল- উপজেলা কৃষি অফিস, মহাদেব পুর, নওগাঁ।

 

দায়িত্ব প্রাপ্ত এলাকাঃ কয়ড়া ইউনিয়নের  জঙ্গল খামার ব্লক, ব্লকের আয়তন- ৭৪০ হেক্টর।

ব্লক ভূক্ত গ্রাম - চরপাড়া, কৃষ্টপুর, নগর কয়ড়া, খামার পাড়া, হরিশপুর, রতনদিয়ার, সড়াতলা, জঙ্গলখামার , হোড়পাড়া।

 

আবাদী জমি- ৫৭০হেক্টর

জলাশয়- ৩০হেক্টর

বসত বাড়ী ও অন্যান্য-১৪০ হেক্টর

 

গুরুত্বপূর্ণসেবাসমূহ-

  • উন্নত কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌছানো।
  • মাঠ পর্যায়ে কৃষকের সমস্যার বিপরীতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
  • পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনে প্রযুক্তিগত সহায়তা প্রদান।
  • দানাদার ফসল,সব্জি, ফল, তৈল,ডাল,মসলা ইত্যাদি জাতীয় ফসল চাষের আধুনিক কলাকৌশল সম্বন্ধে কৃষককে পরামর্শ প্রদান।
  • সমন্বিত বালাই ব্যাবস্থাপনায় কৃষকের দক্ষতা বৃদ্ধি করা।
  • আধুনিক জাতের  ফসল চাষ সম্প্রসারণ।
  • সূষম সেচব্যবস্থাপনা সম্প্রসারণ।
  • উন্নতপদ্ধতিতে বীজ সংরক্ষণে কৃষকের দক্ষতা বৃদ্ধি করা।
  • মাটির স্বাস্থ্য উন্নয়নে কৃষকের দক্ষতা বৃদ্ধি করা।
  • সমন্বিত সার ব্যবস্থাপনায় কৃষকের দক্ষতা বৃদ্ধি করা।
  • পরিবেশ সম্মত চাষাবাদে কৃষকের দক্ষতা বৃদ্ধি করা।
  • কৃষি পূনর্বাসণ কর্মসূচীর বাস্তবায়ন।
  • বিভিন্ন কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়ন।
  • কৃষি ভর্তূকী প্রদানে সহায়তা করা।
  • কৃষক পরিচিতি কার্ড প্রদান।
  • ১০টাকার বিনিময়ে ব্যাংক এ্যাকাউন্ট খোলায় সহায়তা প্রদান।
  • সার,বীজ,বালাইনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থা মনিটরিং করা ইত্যাদি।